বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কর্তৃক ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ঘোষিত জাতীয় বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমূখী, কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী বলে মনে করে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ। এ বাজেট ঘোষণার জন্য খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।
আজ মহান জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করা হলো। এটা দেশের ৫১তম বাজেট এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক ১৪তম বাজেট এবং করোনাকালীন সময়ের পরবর্তী বাজেট। করোনা মহামারীর ধাক্কা সামলে উন্নয়নের ধারায় ফিরে আসতে ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণীর মানুষের স্বার্থে সরকারের প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন করা সম্ভবপর বলে খুলনা চেম্বার মনে করে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ থেকে সাড়ে ৩ লক্ষ করা, ব্যক্তিগত আয়করের ¯øাব কমানো, উৎপাদন পর্যায়ে ঔষধ শিল্পে ভ্যাট কমানোসহ খানজাহান আলী বিমানবন্দর যথাশীঘ্র চালু করার লক্ষ্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দের জোর দাবি জানায় খুলনা চেম্বারের সভাপতিসহ পরিচালনা পরিষদ এবং দেশে চলমান মেগা প্রকল্প ও জাতিসংঘের ঘোষিত এসডিজি বাস্তবায়নে এ বাজেট ভ‚মিকা রাখবে বলে আশা করে।
এছাড়া এ বাজেটে দূর্যোগ মোকাবেলার জন্য ৫ হাজার কোটি টাকার অর্থ বরাদ্দ, সঞ্চয়পত্রের সুদের হার অপরিবর্তিত রাখাসহ ২৫জন প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষ নিয়োগ দিলে কর ছাড়ের সুযোগ রাখাকে খুলনা চেম্বার সাধুবাদ জানায়। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকট সহ ভবিষ্যৎ জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং কোভিড ১৯ জনিত অর্থনৈতিক সংকট মোকাবেলায় ১০০ কোটি মার্কিন ডলার বাজেট সাপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু করা ও এ বাজেট সাপোর্ট শিল্প, কলকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান ও সামাজিক সুরক্ষায় ব্যয় করা হবে বলে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানায়।