৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন ও আলোচনা অনুষ্ঠান

অদ্য ১৯ জানুয়ারী, ২০২৫ তারিখ রোজ রবিবার ৪৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ৩৩জন নবনিযুক্ত সহকারী কমিশনার খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন এবং খুলনা চেম্বারের সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে মিলিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা ও খুলনা চেম্বারের প্রশাসক জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ, বিপিএএ। খুলনা চেম্বারের প্রশাসক মহোদয় খুলনা চেম্বারের কার্যক্রম ও খুলনাসহ এতদাঞ্চলের শিল্প, ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের ক্ষেত্রে খুলনা চেম্বারের ভূমিকা ও ব্যবসায়ীদের ভূমিকা সম্পর্কে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের অবহিত করেন এবং তিনি আশা পোষণ করেন যে জাতির এ মেধাবী সন্তানেরা তাদের দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে আগামী দিনে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের পাশে থেকে সহযোগিতা প্রদান করবেন এবং দেশের উন্নয়নে সততার সাথে তাদের স্বীয় ভূমিকা পালন করবেন।

You might also Like

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলজেরিয়ান এ্যাম্বাসী, ঢাকা এর মাননীয় রাষ্ট্রদূত এবং ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠান